logo

গুইমারায় মেম্বার প্রার্থী দিদারুল ইসলামের এর বিশাল গনসংযোগ।

Posted by - নভেম্বর ৯, ২০২১

ওমর ফারুক আকাশ (গুইমারা) : খাগড়াছড়ি গুইমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গুইমারা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন টিউবওয়েল প্রতিকের মেম্বার প্রার্থী দিদারুল ইসলাম দিদার। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের মুসলিম পাড়া ও অঙ্খয়মনি পাড়া এলাকায় এই গনসংযোগ চালায়। গনসংযোগ শেষে এক পথসভায় এলাকাবাসী বলেন, দিদারুল ইসলাম দিদার ভাই একজন সমাজসেবক। সমাজ